ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:২৫ দুপুর  

ছবি: সংগৃহিত

‘ভুল চুক মাফ’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন ওয়ামিকা গাব্বি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার জায়গা পাচ্ছেন ভারতের আলোচিত আইনজীবী উজ্জ্বল নিকমকে নিয়ে তৈরি হতে যাওয়া বায়োপিকে। সম্প্রতি প্রযোজক দীনেশ ভিজান এ বায়োপিকের ঘোষণা দেন।

পরিচালনার দায়িত্বে থাকছেন ‘পতাললোক’-খ্যাত নির্মাতা অবিনাশ অরুণ। মূল চরিত্রে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজকুমার রাওকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ওয়ামিকা গাব্বি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী অক্টোবরেই শুরু হবে ছবির শুটিং। যদিও এখনো নাম ঠিক হয়নি, তবে ইতোমধ্যেই রাজকুমার রাও ও ওয়ামিকার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরে শুরু হবে অভিনয় কর্মশালা, যেখানে নতুন লুকে হাজির হবেন দুজনেই। আদালতকেন্দ্রিক এই কাহিনিকে যতটা সম্ভব বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে বিশেষজ্ঞদের নিয়ে আলাদা টিম কাজ করছে।

উজ্জ্বল নিকম ভারতের বিচারব্যবস্থার এক কিংবদন্তি নাম। ১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বিস্ফোরণ মামলা থেকে শুরু করে ২০০৬ সালের লোকাল ট্রেন বিস্ফোরণ মামলাসহ অসংখ্য সন্ত্রাসবাদী হামলার বিচার প্রক্রিয়ায় তিনি ছিলেন প্রধান মুখ। শক্তিশালী জেরা ও নির্ভুল আইনি কৌশলের মাধ্যমে বহু হাই-প্রোফাইল আসামিকে দোষী সাব্যস্ত করেন তিনি। আদালতের সেই লড়াই আজও কিংবদন্তি হিসেবে স্মরণীয়।

অভিনেতারা ইতোমধ্যেই চরিত্রে ডুবে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। রাজকুমার রাও পড়ছেন কোর্টরুম জার্নাল, অন্যদিকে ওয়ামিকা খুঁজে দেখছেন মামলাগুলোর সামাজিক প্রেক্ষাপট। নির্মাতাদের বিশ্বাস, এই বায়োপিক শুধু আদালতের গল্প নয়, বরং ভারতের বিচারব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অধ্যায়কেও জীবন্ত করে তুলবে।

বাংলাধারা/এসআর