ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ফ্রান্সের দাপুটে জয়, এমবাপ্পে-ওলিসের গোল উৎসব

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৫, ১১:৩১ দুপুর  

ছবি: সংগৃহিত

বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেনের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কিয়েভে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল দুটি করেন মাইকেল ওলিসে ও কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা। বল দখলেও তারা ছিল এগিয়ে-পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় নিয়ন্ত্রণ ধরে রাখে দলটি। ১৬টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। বিপরীতে ইউক্রেনের নেওয়া ৮ শটের ৩টি ছিল টার্গেটে।

দশম মিনিটেই লিড নেয় ফ্রান্স। বারকোলার পাস থেকে বক্সে ফাঁকা জায়গা পেয়ে নিখুঁত শটে গোল করেন মাইকেল ওলিসে। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও, খেলার গতি কমেনি। দ্বিতীয়ার্ধে নামানো উসমান দেম্বেলের শট ৫৮তম মিনিটে ঠেকান ইউক্রেনের গোলরক্ষক। এরপর ৬৫তম মিনিটে ইউক্রেনের সুযোগ আসে, কিন্তু আর্তেমের হেড কোনাতে গোললাইন থেকে ফিরিয়ে দেন।

৭০ মিনিটে ইলিয়া ইয়াবার্নির হেড পোস্টে লেগে ফিরে গেলে বেঁচে যায় ফ্রান্স। তবে ৮২তম মিনিটে মাঠ মাতান এমবাপ্পে। মাঝমাঠ থেকে অরলিয়েন চুঁয়োমেনির দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে গতির ঝলক দেখান তিনি, প্রতিপক্ষকে কাটিয়ে জালে পাঠান বল।

এই গোলের সুবাদে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় কিংবদন্তি থিয়েরি অঁরির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে আসেন এমবাপ্পে। দুজনেরই আন্তর্জাতিক গোল এখন ৫১টি। তালিকার শীর্ষে আছেন অলিভিয়ের জিরু, যার গোল সংখ্যা ৫৭।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপ্পের আরেকটি শট রুখে দেন ইউক্রেন গোলকিপার। একই গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড আজারবাইজানকে উড়িয়ে দেয় ৫-০ গোলে।

আগামী মঙ্গলবার ফ্রান্স মুখোমুখি হবে আইসল্যান্ডের, আর ইউক্রেন খেলবে আজারবাইজানের বিপক্ষে।

বাংলাধারা/এসআর