ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

দেশে ফিরেছেন শাবানা

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৫, ০২:০৭ দুপুর  

ছবি: সংগৃহিত

ঢাকাই চলচ্চিত্রের সুপরিচিত ও তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাংলাদেশে এসেছেন। অভিনয় থেকে সরে দাঁড়ানো, দেশ ছাড়ার পর ভিন্ন জীবনে অভ্যস্ত হলেও, মাঝেমধ্যেই তিনি স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে দেশে আসেন। তবে প্রতিবারই থেকে যান অনেকটা আড়ালে।

জানা গেছে, এবার দেশে ফিরে তিনি উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায়। শাবানা না থাকলে এ বাসা সাধারণত ফাঁকাই পড়ে থাকে। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে তিনি দেশে এসেছিলেন। সেসময় সুযোগ মিললে আবার অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। স্বামী ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে তিনি চলচ্চিত্র প্রযোজনায় নামবেন। তবে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, দুজনকেই তখন শূন্যহাতে ফিরে যেতে হয়েছিল যুক্তরাষ্ট্রে।

শাবানার অভিনয়জীবন শুরু হয়েছিল ষাটের দশকে এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে। পাঁচ বছর পর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন চকোরী ছবিতে, যেখানে তাঁর নায়ক ছিলেন নাদিম। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে- একটানা জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি।

কিন্তু ক্যারিয়ারের সেরা সময়ে, ২৫ বছর আগে হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন শাবানা। তারপর থেকে পরিবার-স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। দেশ ভ্রমণে আসেন মাঝেমধ্যে, তবে টানা পাঁচ বছর পর এবারই আবার দেখা মিলল এই প্রজন্মের প্রিয় নায়িকার।

বাংলাধারা/এসআর