আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৫, ০১:৫১ দুপুর

ছবি: সংগৃহিত
সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এতদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে গত কয়েক দিনের ঘটনায় বলা যায়, সামান্য খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করছি দ্রুত আগের অবস্থায় ফেরাতে।”
রাজবাড়ীর সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটির তদন্ত চলছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে। তদন্ত শেষ হওয়ার পরই দোষী নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
তদন্তের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, “আগেভাগে কাউকে দায়ী করা তদন্তের গুরুত্ব নষ্ট করবে। তদন্তের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হবে। কেউ নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি থাকা সত্ত্বেও সহিংসতা প্রতিরোধ না করতে পারা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ব্যর্থ হইনি। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।”
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণ ভোটকেন্দ্রমুখী হলে কাউকেই তাদের বাধা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।”
পুলিশে বদলি ও পদায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার পুলিশে ন্যায্য ও স্বচ্ছ নিয়োগ সম্পন্ন হয়েছে। কোনো নাম মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হয়নি। তার ভাষায়, “আমি যতদিন থাকব, বদলি-পোস্টিং কেবল লটারির মাধ্যমেই হবে।”
গণমাধ্যমের উদ্দেশে তিনি আরও বলেন, “সরকারের ব্যর্থতার দিকগুলো জোরেশোরে প্রচার করা হয়, কিন্তু সফলতাগুলো তেমনভাবে তুলে ধরা হয় না।”
বাংলাধারা/এসআর