ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৫, ১০:৩১ রাত  

ছবি: সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে জাতীয় নির্বাচনের ‘মডেল’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডাকসু বা জাকসুসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনকে জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচনা করা হবে। এখানে যারা প্রিজাইডিং অফিসার বা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁরা সবাই উচ্চশিক্ষিত। জাতীয় পর্যায়ে যদিও একই ধরণের চিত্র নাও থাকতে পারে, তবুও এ ধরনের নির্বাচন আমাদের জন্য একটি ভালো অনুশীলন।”

ডাকসু নির্বাচনে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”

সভায় জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন সংস্থার প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকরা জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললে উপদেষ্টা বলেন, “আগে কোনো ঘটনা ঘটলে রিপোর্ট পেতে সময় লাগত। এখন প্রযুক্তির সহায়তায় সঙ্গে সঙ্গে তথ্য পাওয়া যায়। যদিও কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, “মাদক সমস্যার মূল উৎস সীমান্তের ওপারে। মিয়ানমারের আরাকান আর্মি মূলত মাদক বিক্রির অর্থেই টিকে আছে। তাদের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রধান আয়ের উৎস হচ্ছে মাদক ব্যবসা।”

বাংলাধারা/এসআর