কাতারে ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:০৮ দুপুর
_20250910160831_original_38.webp)
ছবি: সংগৃহিত
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কাতারের জনগণ ও আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি একাত্মতা ও সংহতি জানান।
তারেক রহমান বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।”
তিনি আরও বলেন, “মানবিক বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, বন্দিদের মুক্তি এবং মানবতার সুরক্ষায় একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক অবস্থান গড়ে তোলা সময়ের দাবি।”
বাংলাধারা/এসআর