ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সুমুদ ফ্লোটিলা আটকে দেওয়ায় বাংলাদেশের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৫, ১২:১৩ দুপুর  

ফাইল ছবি

গাজায় মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তাবাহী ফ্লোটিলা আটক করা কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং এটি ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের এক জঘন্য উদাহরণ।

বাংলাদেশ সরকার অবিলম্বে আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বজনতার সংহতির প্রতীক এই ফ্লোটিলাকে আটকে দেওয়া মানবিকতার বিরুদ্ধে এক অমানবিক পদক্ষেপ।

ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে।

বাংলাদেশ স্পষ্ট করে জানিয়েছে- ইসরায়েলকে অবশ্যই মানবিক সহায়তা নিয়ে আসা ফ্লোটিলাকে গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে। কারণ দখলদার বাহিনী বর্তমানে বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা ও ন্যূনতম জীবিকার অধিকার থেকেও বঞ্চিত করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনিদের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত ভোগান্তির সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ তাদের পাশে রয়েছে এবং দৃঢ় সংহতি প্রকাশ করছে।

 

বাংলাধারা/এসআর