৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৪৭ দুপুর

ছবি: সংগৃহিত
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৪ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ২৫ অক্টোবর পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।
তিনি বলেন, “মোট ৩৭ জেলার ১৬৫ উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার ১৪০ জন নিবন্ধিত জেলে পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবার ২৫ কেজি করে চাল পাবে।”
নিষেধাজ্ঞা চলাকালে বিশেষ অভিযান পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় আইন অমান্য করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা করতে প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। সরকার আশা করছে, এ ব্যবস্থা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাধারা/এসআর