পবিত্র রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি: জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস
প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৫, ০৪:১৫ দুপুর

ছবি: সংগৃহিত
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী বছরের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। অর্থাৎ, মুসলমানদের সিয়ামের এ পবিত্র মাস শুরু হতে এখনও বাকি প্রায় ১৩৯ দিন। খবর গালফ নিউজের।
সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে (আবুধাবি সময়)। তবে সেদিন সূর্যাস্তের এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। এ কারণে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। তাই আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা কমিটি নিশ্চিত করার পরই রমজানের প্রথম দিন নির্ধারিত হবে।
প্রাথমিক হিসেবে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরুর সম্ভাবনা থাকলেও তা এক দিন এদিক-ওদিক হতে পারে বলেও জানান তিনি।
আল জারওয়ানের তথ্যানুযায়ী, রমজানের শুরুতে আবুধাবিতে সেহরি থেকে ইফতার পর্যন্ত রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, আর মাসের শেষে তা বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। শুরুতে দিনের আলোর স্থায়িত্ব থাকবে ১১ ঘণ্টা ৩২ মিনিট, যা মাসের শেষে বাড়তে বাড়তে হবে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট।
এ সময় আবহাওয়া সম্পর্কেও ধারণা দিয়েছেন আল জারওয়ান। তিনি জানান, মাসের শুরুতে তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা মূলত উত্তর দিকের শীতল বাতাসের প্রভাবে নিয়ন্ত্রিত হবে। তবে মাসের শেষ দিকে আবহাওয়া উষ্ণ হয়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যখন বসন্তকালীন হাওয়া ও পশ্চিমা বাতাস প্রবাহিত হয়।
তিনি আরও জানান, পবিত্র রমজানজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গড়ে ১৫ মিলিমিটার ছাড়াতে পারে। মৌসুমি স্বাভাবিক আবহাওয়ার সঙ্গেই এটি সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাধারা/এসআর