বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ২৩ তম
প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৫, ১১:৫২ দুপুর

ছবি: সংগৃহিত
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের কারণে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই দূষণের তালিকায় শীর্ষ শহরগুলোর মধ্যে থাকলেও, রোববার (৫ অক্টোবর) সকালে তুলনামূলক স্বস্তির অবস্থানে রয়েছে রাজধানী। ৭৪ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম স্থানে রয়েছে। এ স্কোরকে দূষণের দিক থেকে “সহনীয় বা মাঝারি” ধরা হয়।
একই সময়ে, সকাল সাড়ে ৮টার দিকে ১৭১ একিউআই স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি বিশ্বে সর্বাধিক দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৫৩) এবং তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫১)।
এই তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। তারা প্রতিমুহূর্তে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান পরিমাপ করে জানায় কোন শহরের বায়ু কতটা দূষিত এবং তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে কি না।
একিউআই সূচক কী বোঝায়?
০-৫০: ভালো
৫১-১০০: সহনীয়/মাঝারি
১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১-২০০: অস্বাস্থ্যকর
২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ
ঢাকার দূষণের উৎস
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো-
১. ইটভাটা
২. যানবাহনের ধোঁয়া
৩. নির্মাণ সাইটের ধুলা
স্বাস্থ্যঝুঁকি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, বায়ুদূষণ মানুষের জন্য সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকির একটি। এর কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসকষ্ট ও দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ বাড়ছে। বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে বায়ুদূষণজনিত জটিলতায়। শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের জন্য এর প্রভাব আরও মারাত্মক।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বস্তুকণা (পিএম ২.৫ ও পিএম ১০), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)-এর মাত্রার ওপর ভিত্তি করে।
বাংলাধারা/এসআর