ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বল হাতে ছন্দ পেলেন সাকিব, দলের জয়ে অবদান শরিফুলেরও

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০১:৫৫ দুপুর  

ব্যাটিং থেকেও সাকিব আল হাসানের শক্তির জায়গা নাকি বোলিং। বল হাতে ভালো করতে খুব একটা অনুশীলনও করতে হয় না তাকে। তবে লম্বা সময় ধরে বোলিংয়ে বিবর্ণ সময় কাটছিল তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অবশেষে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে চেনা ছন্দে মিলল তাকে। এই ম্যাচে বাংলাদেশের আরেক তারকা শরিফুল ইসলামও ভালো করেছেন।

বাংলা টাইগার্স মিসিসাগারের হয়ে ৪ ওভার বল করে ১০ রানে ৩ উইকেট নেন সাকিব। যদিও এদিন ব্যাট হাতে রান পাননি। আউট হয়েছেন ৪ বলে ২ রান করে। শরিফুল ১২ রান দিয়ে পান ১ উইকেট।

 

এই দুজনের জ্বলে উঠার দিনে জিতেছে তার দল। ভ্যানকুবার নাইটসকে ২২ রানে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫২ করে টাইগার্স। দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৫০ করেন পাকিস্তানি ইফতেখার আহমেদ।

জবাবে হার্শ থ্যাকারের ৬৭ বলে ৭৯ রানের পরও ১৩০ রানে আটকে যায় ভ্যানকুবার। তাদেরই ইনিংস ধসাতে বড় ভূমিকা রাখেন সাকিব। যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগ, টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক ম্যাচেই তাকে ৪ ওভার পুরো করতে দেখা যায়নি। এবার ৪ ওভার পূরণ করে ১০ রানে নেন ৩ উইকেট।

এই ম্যাচে বাংলাদেশের আরেক ক্রিকেটার শরিফুল ইনিংসের দ্বিতীয় ওভারে মুনির আহমেদকে আউট করে নেন উইকেট। সাকিব আউট করেন রেজা হেনড্রিকস, আসিফ আলি ও ডোয়াইন প্রিটোরিয়াসকে।