ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

অবতরণে বাধা বৈরী আবহাওয়া: কলকাতায় ফিরে গেল অনূর্ধ্ব-১৯ দলের ফ্লাইট

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৬:৪৩ বিকাল  

ছবি: সংগৃহিত

বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে বিমানটি ঢাকায় অবতরণ না করে আবার কলকাতায় ফিরে যায়।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় ফ্লাইটটি নিরাপত্তার স্বার্থে ঢাকায় নামেনি। আবহাওয়ার উন্নতি হলে নতুন করে ফ্লাইটের সময় নির্ধারণ করা হবে এবং দলকে ফেরানোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ভারতের কাঠিন্য পেরিয়ে সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কলকাতায় গিয়েছিল বাংলাদেশের যুব দল। টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইব্রেকারে পরাজিত হয় লাল-সবুজের যুবারা। ফলাফল হিসেবে রানার্স আপ হয়ে দেশে ফিরছিল তারা।

প্রতিযোগিতামূলক পারফরম্যান্স আর লড়াকু মানসিকতা দেখিয়ে যুব দলটি ইতোমধ্যেই দেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। তবে তাদের দেশে ফেরা নিয়ে এই অনিশ্চয়তা কিছুটা হতাশার সৃষ্টি করেছে সমর্থকদের মাঝে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে আসার পর দ্রুতই বিকল্প ফ্লাইটের মাধ্যমে দলকে ঢাকায় ফেরানো হবে।

দলটি নিরাপদে ফিরে এলে পরবর্তী সময়ে যুব ফুটবলারদের সম্মাননা ও সংবর্ধনার বিষয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

বাংলাধারা/এসআর