লা লিগা জয়ে বার্সা, ইনস্টাগ্রামে মেসির আবেগঘন বার্তা
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০১:৫৫ দুপুর

ফাইল ছবি
লা লিগার ২৮তম শিরোপা ঘরে তুলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে এস্পানিওলের মাঠে ২-০ গোলের জয়ে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফিটি নিশ্চিত করে কাতালান জায়ান্টরা। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন এমন যে, তাদের পক্ষে আর বার্সাকে ছোঁয়া সম্ভব নয়।
এই মৌসুমটা নিঃসন্দেহে বার্সেলোনার জন্য ‘রেনেসাঁ’-এক নবজাগরণের গল্প। জানুয়ারিতে ঘরে তোলে সুপারকোপা দে এসপানা, এরপর কোপা দেল রে, আর এবার লা লিগা-টানা তিনটি ঘরোয়া শিরোপায় রঙিন হয়ে উঠেছে কাতালানদের ট্রফি ক্যাবিনেট। কেবল চ্যাম্পিয়নস লিগই থেকে গেছে অধরাই।
তবে এবার জয়ের আসল নায়ক কোনো নামি অভিজ্ঞ তারকা নয়, মাত্র ১৭ বছর বয়সী বিস্ময়বালক লামিন ইয়ামাল। আগের মৌসুমে স্কোয়াডে থাকলেও ছিলেন আসলে ছায়ার আড়ালে। এবার তিনি আলোয়, তীব্র আলোয়।
লা লিগার চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ৮ গোল ও ১৩ অ্যাসিস্ট করা এই তরুণ উইঙ্গার ইতোমধ্যেই ইউরোপের বড় বড় ক্লাব ও ফুটবল বোদ্ধাদের নজর কাড়তে শুরু করেছেন। গতকাল এস্পানিওলের বিপক্ষে প্রথমার্ধে তার বাঁকানো শটে পাওয়া গোলেই এগিয়ে যায় বার্সা। আর ম্যাচের যোগ করা সময়ে ফেরমিন লোপেজের গোলে নিশ্চিত হয় জয়ের মুকুট।
লা লিগা জয়ের আনন্দে যখন ক্লাবজুড়ে উল্লাস, সেই মুহূর্তে দূর থেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছেন বার্সা ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি লিওনেল মেসি।
বার্সেলোনার অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে মেসি মন্তব্য করেন, “অভিনন্দন”। শুধু মন্তব্যেই থেমে থাকেননি, সেই পোস্টটি আবার নিজের প্রোফাইলেও শেয়ার করেন আর্জেন্টাইন মহাতারকা।
বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে। তবে বার্সার প্রতি ভালোবাসা তার হৃদয় থেকে এক চুলও কমেনি, সেটা এই ছোট্ট ইনস্টাগ্রাম বার্তাই প্রমাণ করে দিলো। তার এই বার্তায় আবারও জোরাল হয়েছে ভক্তদের দীর্ঘদিনের সেই আশা- একদিন হয়তো আবার ফিরবেন মেসি, তার আপন নীড়ে।
বার্সেলোনার এই জয় কেবল একটি শিরোপা জয়ের গল্প নয়, বরং এক নতুন যুগের সূচনার বার্তা। ইয়ামাল, ফেরমিন, কুবার্সি- এই তরুণরাই হয়তো গড়বে ক্লাবের ভবিষ্যৎ ইতিহাস। তাদের হাত ধরেই শুরু হয়েছে বার্সার নতুন অধ্যায়।
আর সেই যাত্রার প্রত্যক্ষ অংশীদার না হয়েও, দূর থেকে হাসিমুখে আশীর্বাদ জানিয়ে গেছেন মেসি। এক কিংবদন্তির আশীর্বাদ আর তরুণদের প্রতিভা মিলে বার্সা এখন ভবিষ্যতের জন্য তৈরি- নতুন আলোয়, নতুন স্বপ্নে।
বাংলাধারা/এসআর