বাংলাদেশের সুপার ফোর স্বপ্ন নিয়ে আশাবাদী হার্শা ভোগলে
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:৪৫ দুপুর

ছবি: সংগৃহিত
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫- এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মাত্র ১৪০ রানের টার্গেট দিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ ওভারের মধ্যেই ৬ উইকেট হাতে রেখে হার মানতে হয়েছে টাইগারদের। ফলে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তবু ভারতীয় খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মনে করেন, এখনও লড়াইয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তাঁর মতে, শ্রীলঙ্কার বিপর্যয় ভুলে গিয়ে এখন সবচেয়ে বড় কাজ আফগানিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে আনা।
ভোগলে বলেন, “বাংলাদেশকে এই ম্যাচের ব্যর্থতা ভুলতে হবে। এখন ভাবতে হবে কীভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায়। আগে জয়টা নিশ্চিত করো, তারপর নেট রান রেটের হিসাব দেখো। অনেকে অনেক দূরের কথা ভেবে বসে, কিন্তু প্রথমে ২ পয়েন্ট নিতে হবে। ভুলগুলো কোথায় হয়েছে সেটা বোঝাই এখন জরুরি।”
স্পষ্টতই, সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের। এরপর নেট রান রেট ও অন্যান্য সমীকরণই নির্ধারণ করবে টাইগারদের ভাগ্য।
যদিও আশা রাখছেন ভোগলে, তবুও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াইহীন পারফরম্যান্স তাঁকে হতাশ করেছে। তাঁর ভাষায়, “বাংলাদেশ আগেও শ্রীলঙ্কাকে হারিয়েছে। এবার মনে হলো তারা একেবারেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা তাই বিশাল এক পরীক্ষা হতে যাচ্ছে। সেখানেই ঘুরে দাঁড়াতে হবে তাদের।”
সব মিলিয়ে, টাইগারদের জন্য আফগানিস্তান ম্যাচ যেন বাঁচা-মরার লড়াই। আর সেখানেই নির্ধারিত হবে, তারা সুপার ফোরের টিকিটের জন্য টিকে থাকবে, নাকি বিদায়ের ঘণ্টা বাজবে।
বাংলাধারা/এসআর