ভয় কাটিয়ে লাওসকে হারিয়ে জয়ের সূচনা করল বাংলাদেশ, জোড়া গোল সাগরিকার
প্রকাশিত: আগস্ট ০৬, ২০২৫, ১১:২৩ রাত

ছবি: সংগৃহিত
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (৬ আগস্ট) স্বাগতিক লাওসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আফিদা-সাগরিকার দল।
ম্যাচের সবচেয়ে উজ্জ্বল মুখ ছিলেন মোসাম্মৎ সাগরিকা। সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের ফাইনালে একাই চার গোল করা এই ফরোয়ার্ড লাওসের বিপক্ষেও জ্বলে উঠেছেন। করেছেন জোড়া গোল। দলের অপর গোলটি এসেছে মুনকি আক্তারের পা থেকে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাগরিকা বলেন, “খুব ভালো লাগছে দুটি গোল করতে পেরে। আমরা জানতাম না ওরা কেমন খেলে। একটু ভয় ভয় লাগছিল। কিন্তু যখন খেলাটা বুঝে ফেললাম, তখন আর সমস্যা হয়নি।”
সিনিয়র র্যাঙ্কিংয়ে লাওস এগিয়ে থাকলেও মাঠে বাংলাদেশের মেয়েরাই নিয়ন্ত্রণ ধরে রাখেন পুরোটা সময়। প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিও ছিল বাড়তি অনুপ্রেরণা।
“যেভাবে সাপোর্ট দিচ্ছে, এভাবে পাশে থাকলে আমরা আরও ভালো কিছু করব,” যোগ করেন সাগরিকা।
ম্যাচে গোল করে চমকে দিয়েছেন মুনকি আক্তারও। বলেন, “গোল করব ভাবিনি। গোল করে ভালো লাগছে। আজ অনেক সমর্থন পেয়েছি, আশা করি সামনে আরও পাব।”
প্রথম ম্যাচে জয়ে স্বস্তি প্রকাশ করেছেন দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। ম্যাচ শেষে তিনি বলেন, “প্রথম ম্যাচ জেতা সব সময় গুরুত্বপূর্ণ। এতে আত্মবিশ্বাস পাওয়া যায়। আমরা ভালো ডিফেন্স করেছি। অবশ্য কিছু সময় ঝুঁকি ছিল। তবে এভাবেই আমরা খেলি, কেউ পছন্দ করে, কেউ করে না।”
বাছাইপর্বের শুরুটা দারুণভাবে করে সেমিফাইনালের দিকেই চোখ এখন বাংলাদেশের। আত্মবিশ্বাসে টইটম্বুর এই দলটা ঠিকঠাক ছন্দে থাকলে আগামীদিনেও আরও বড় সাফল্যের স্বপ্ন দেখতে পারে ফুটবলপ্রেমীরা।
বাংলাধারা/এসআর