নেইমারের সান্তোসকে বিধ্বস্ত করল কুতিনহোর ভাস্কো, কোচ বরখাস্ত
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১০:৫৩ দুপুর

ছবি: সংগৃহিত
ব্রাজিলিয়ান সেরি আ লিগে রোববার রাতে ফুটবলপ্রেমীরা দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। ফিলিপে কুতিনহোর জোড়া গোলের পাশাপাশি সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্সে ভাস্কো দা গামা নেইমারের সান্তোসকে হেসেখেলে হারাল ৬-০ ব্যবধানে।
সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করার পর নেইমারের জন্য এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়। ম্যাচ শেষে চোখের জল ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। মাঠেই ক্লাব কর্মকর্তার কাঁধে ভর দিয়ে ভেঙে পড়েন কান্নায়।
খেলার শুরুতে লুকাস পিতনের গোলে এগিয়ে যায় ভাস্কো। এরপর ডেভিড, রায়ান ও চে একে একে গোল করে ব্যবধান বাড়ান। শেষ মুহূর্তে সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা কুতিনহো দুটি গোল করে উৎসবকে পূর্ণতা দেন।
এই জয়ের সুবাদে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে ভাস্কো দা গামা। তারা এখন সান্তোসের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থেকে ১৫তম স্থানে রয়েছে।
অপরদিকে, বড় হারের পর হতাশ নেইমার বলেন,“আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ। সমর্থকদের প্রতিবাদ করার অধিকার আছে,যদি গালি দেয় বা সমালোচনা করে, সেটাও তাদের অধিকার। এটা জীবনের সবচেয়ে লজ্জাজনক অভিজ্ঞতা। কান্নাটা এসেছিল রাগ থেকে, অসহায়ত্ব থেকে। সবকিছুই ভীষণ বাজে ছিল।”
এই বিপর্যয়ের পর সান্তোস ক্লাব প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে বরখাস্ত করেছে। এক বিবৃতিতে ক্লাব তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
বাংলাধারা/এসআর