ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

লিভারপুলের জয়ে আর্সেনালের রেকর্ড ভাঙন

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৫, ০১:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

অ্যানফিল্ডে রোববার (৩১ আগস্ট) এক হাইভোল্টেজ লড়াইয়ে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি আসে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে।

এই জয়ে শুধু পয়েন্ট টেবিলের শীর্ষে নয়, আর্সেনালের এক দীর্ঘ রেকর্ডেরও সমাপ্তি ঘটিয়েছে অলরেডরা। লিগে বিগ সিক্স প্রতিপক্ষের বিপক্ষে টানা ৮৫৮ দিন অপরাজিত ছিল গানাররা। সর্বশেষ তারা ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল। এরপর দীর্ঘ সময় ধরে প্রতিটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অপরাজিত থেকে গর্ব ধরে রেখেছিল আর্তেতার দল। তবে শেষ পর্যন্ত আর্নে স্লটের শিষ্যদের কাছে সেই দেয়াল ভেঙে পড়ল।

ম্যাচের শুরু থেকেই কিছুটা চাপের মুখে পড়ে আর্সেনাল। রক্ষণভাগের ভরসা উইলিয়াম সালিবা ইনজুরির কারণে মাঠ ছাড়েন প্রথম দিকেই। এরপরও ২২ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল অতিথিরা। মাদুয়েকের নেওয়া শটটি অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার।

প্রথমার্ধে আর তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ না হওয়ায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে উগো একিতিকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

অবশেষে ৮৩তম মিনিটে সোবোসলাই তার নিখুঁত ফ্রি-কিক থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। গোলরক্ষকের কোনো কিছু করার ছিল না, অ্যানফিল্ডের দর্শকরাও উল্লাসে ফেটে পড়ে।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে টানা পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে প্রিমিয়ার লিগের শীর্ষে বসেছে লিভারপুল। অন্যদিকে, সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল নেমে গেছে তৃতীয় স্থানে।


বাংলাধারা/এসআর