ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সাকিবকে নিয়ে খোলামেলা তামিম

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৫, ০৪:১১ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা- তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একসময় ছিলেন অটুট বন্ধু, এখন যেন দুই ভিন্ন প্রান্তে অবস্থান করছেন তারা। সাকিব রাজনৈতিক ও আইনি জটিলতায় জাতীয় দল থেকে দূরে, আর তামিম প্রস্তুতি নিচ্ছেন বিসিবির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার।

সম্প্রতি ডেইলি ক্রিকেটের এক পডকাস্টে সাকিবের দলে ফেরার প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, “সাকিব বাংলাদেশের ক্রিকেটার। যদি সে ফিট থাকে, অনুশীলনে মনোযোগী হয় এবং নির্বাচকরা তাকে যোগ্য মনে করেন, তাহলে অবশ্যই জাতীয় দলে ফিরতে পারবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনা বা মামলার জট খুলে দেওয়া আমার হাতে নেই, এটা পুরোপুরি আইনি বিষয়।”

আওয়ামী লীগের প্রাক্তন এমপি হিসেবে জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এ প্রসঙ্গেও তামিম নিরপেক্ষ অবস্থান নিয়ে বলেন,
“দেশের পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নয়। সাকিব যদি মামলার মুখোমুখি হতে রাজি থাকে এবং জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়, তখনই সুযোগ আসবে। সে কোনো বিদেশি খেলোয়াড় নয়, সাকিব বাংলাদেশের ক্রিকেটার।”

সবশেষে তামিম পরিষ্কার জানিয়ে দেন, জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে আগে দেশে ফিরতেই হবে। তার ভাষায়, “কোর্টের মামলা পরিচালনা বা মামলা উঠিয়ে নেওয়া বিসিবির কাজ নয়। সাকিবকে যদি দেশের হয়ে খেলতে হয়, তবে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। সিদ্ধান্তটা তার নিজের।”

তামিমের এমন মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সাকিব আল হাসান। এখন প্রশ্ন—নিজ দেশের মাটিতে আইনি লড়াই সামলে কি আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি? নাকি দেশের বাইরে থেকেই বিদায় জানাবেন ক্যারিয়ারকে?

বাংলাধারা/এসআর