১৪৪ রানের লক্ষ্য সামনে বাংলাদেশ
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৪৪ রাত

ছবি: সংগৃহিত
এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করতে হলে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে হবে বাংলাদেশকে। আজ আবুধাবিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছে।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই সেই সিদ্ধান্ত সার্থক করে তোলেন তাসকিন আহমেদ। দলীয় ৭ রানে অংশুমান রাঠকে মাত্র ৪ রানে বিদায় দেন তিনি। যদিও আম্পায়ারের কাছে লিটনের ক্যাচ আউটের আবেদন প্রথমে গৃহীত হয়নি, পরে রিভিউতে সফল হয় বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় সাফল্য এনে দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। পঞ্চম ওভারে বাবর হায়াত ছক্কা হাঁকালেও পরের বলেই ইয়র্কারে তার স্টাম্প ছিটকে দেন তিনি। দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়ার পর হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ৩০ রানে ২ উইকেট।
সেখান থেকে জিশান আলি ও নিজাকাত খানের জুটিতে ঘুরে দাঁড়ায় হংকং। দুজন মিলে যোগ করেন ৪১ রান। তবে ব্যক্তিগত ৩০ রানে জিশানকে ফেরান সাকিব। প্রথম ১০ ওভারে ৬৪ রান করা হংকং দ্বিতীয় ভাগে আরও দ্রুত রান তোলার চেষ্টা করে। শেষ ১০ ওভারে তারা যোগ করে ৭৯ রান।
নিজাকাত খান খেলেন দলের সর্বোচ্চ ইনিংস। ৪০ বলে ৪২ রান করেন তিনি, যেখানে ছিল ৪টি চার। তার সঙ্গী ইয়াসিম মুর্তাজা ২ চার ও ২ ছক্কায় করেন ২৮ রান। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে থেমে যায় তার ইনিংস।
বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন ১৯তম ওভারে পরপর দুই বলে নিজাকাত ও কিঞ্চিৎ শাহকে ফিরিয়ে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে পৌঁছে যান। যদিও সে সুযোগ আর এ ম্যাচে হয়নি, তবে পরের ম্যাচে প্রথম বলেই তিনি হ্যাটট্রিক পূরণের সুযোগ পাবেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান, হারায় ৭ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও রিশাদ হোসেন সমান ২টি করে উইকেট নেন।
এখন লিটন দাসের দলকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইলে তুলতে হবে ১৪৪ রান।
বাংলাধারা/এসআর